Select Page

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক সংলগ্ন চন্দ্রগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার পশ্চিমে রাস্তার দক্ষিণ পাশে সুন্দর মনোরম পরিবেশে ১৯৭২ সালে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ

বৃহত্তর নোয়াখালী জেলার শীর্ষ বেসরকারি কলেজ। কলেজের প্রতিভূ, দক্ষ, গুনী, পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে অধ্যক্ষ মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে এক ঝাঁক মেধাবী প্রবীণ ও নবীণ শিক্ষক নিরলস কাজ করে যাচ্ছেন।

পরিবেশগত দিক থেকে  কলেজের অবস্থান অতন্ত্য সুন্দর। উত্তর পাশে মেঘনা সংযোগ খাল, মহাসড়ক খালের পাড়ে, সারিবদ্ধ পরিকল্পিত ফলজ, বনজ, ঔষধী গাছের বাগান ছাত্রাবাস, শিক্ষক আবাসন পূর্বে পাশে দ্বিতল বিশিষ্ঠ দালান, দালানের ঠিক চারিদিকে সবুজ বনায়ন সমৃদ্ধ বিশাল এক পুকুর, শান বাধানো ঘাট, নীল  জলরাশি অনেককেই বিমোহিত করে। দক্ষিণ পাশে দ্বিতল, তিনতলা বিশিষ্ট দালান নৈসর্গিক পরিবেশ দান করেছে। মাঝখানে বিশাল আকৃতির মাঠ। আর এ মাঠেই অঞ্চলের প্রতিভু খেলোয়াড়দের দক্ষতার পরিচয় ঘটে। প্রতিনিয়তই পশ্চিম পাশে দ্বিতল বিশিষ্ট হলুদ রঙ্গে আবৃত কলেজ মসজিদ এ কলেজের পরিবেশকে নতুন রঙ্গে সাজিয়ে দিয়েছে।

কলেজের শ্রেণী কক্ষের ভৌত অবকাঠামো একতলা দালান ৬০০ বর্গফুট, দোতলা দালান ১০০০ বর্গফুট, তিন তলা দালান ৪৫০০ বর্গফুট, খেলার মাঠ ৮৪,৫০০ বর্গফুট, পুকুর ৮০০০০ বর্গফুট। এছাড়া রয়েছে ছাত্রাবাস, শিক্ষক আবাসন, অধ্যক্ষের বাসভবন।

​কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ
চন্দ্রগঞ্জ, সদর, লক্ষ্মীপুর।
প্রতিষ্ঠান আইডি: 106993
কলেজ কোড:
উচ্চ মাধ্যমিক-7025, বিএমটি-67013, ডিগ্রী- 4007, ডিজি- 1001113201

প্রয়োজনে কল

অধ্যক্ষ: 01712780389
উপাধ্যক্ষ: 01792621144

অফিস নম্বর: 01611379092, 01715641077