জরুরী নোটিশ
পরিবেশগত দিক থেকে কলেজের অবস্থান অতন্ত্য সুন্দর। উত্তর পাশে মেঘনা সংযোগ খাল, মহাসড়ক খালের পাড়ে, সারিবদ্ধ পরিকল্পিত ফলজ, বনজ, ঔষধী গাছের বাগান ছাত্রাবাস, শিক্ষক আবাসন পূর্বে পাশে দ্বিতল বিশিষ্ঠ দালান, দালানের ঠিক চারিদিকে সবুজ বনায়ন সমৃদ্ধ বিশাল এক পুকুর, শান বাধানো ঘাট, নীল জলরাশি অনেককেই বিমোহিত করে। দক্ষিণ পাশে দ্বিতল, তিনতলা বিশিষ্ট দালান নৈসর্গিক পরিবেশ দান করেছে। মাঝখানে বিশাল আকৃতির মাঠ। আর এ মাঠেই অঞ্চলের প্রতিভু খেলোয়াড়দের দক্ষতার পরিচয় ঘটে। প্রতিনিয়তই পশ্চিম পাশে দ্বিতল বিশিষ্ট হলুদ রঙ্গে আবৃত কলেজ মসজিদ এ কলেজের পরিবেশকে নতুন রঙ্গে সাজিয়ে দিয়েছে।
কলেজের শ্রেণী কক্ষের ভৌত অবকাঠামো একতলা দালান ৬০০ বর্গফুট, দোতলা দালান ১০০০ বর্গফুট, তিন তলা দালান ৪৫০০ বর্গফুট, খেলার মাঠ ৮৪,৫০০ বর্গফুট, পুকুর ৮০০০০ বর্গফুট। এছাড়া রয়েছে ছাত্রাবাস, শিক্ষক আবাসন, অধ্যক্ষের বাসভবন।