এতদ্বারা কফিল উদ্দিন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ ( ২৩-২৪) এর বিভিন্ন বিভাগে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , নিম্নের তারিখ ও সময়সূচী অনুযায়ী  ১১১ নং কক্ষে প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও উত্তরপত্র দেখার সুযোগ প্রদান করা হবে । যথাসময়ে উপস্থিত থেকে উক্ত  কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য নির্দে শ প্রদান করা হল।

 

বিজ্ঞান বিভাগ           ————      ৫/১/২৫ ইং রোজ রবিবার     সময় ৯.৩০ মিনিট।

ব্যবসায় শিক্ষা শাখা    ———–        ৬/১/২৫ ইং রোজ সোমবার  সময় ৯.৩০ মিনিট।

মানবিক বিভাগ ক গুচ্ছ ———        ৭/১/২৫ ইং       রোজ মংগলবার সময় ৯.৩০ মিনিট।

মানবিক বিভাগ খ গুচ্ছ  ——–       ৮/১/২৫ ইং           রোজ বুধবার সময় ৯.৩০ মিনিট।

Please follow and like us: